আপনি জানেন কি? আপনার ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে!

প্রিয় উদ্যোক্তা,
আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জুন ৩০, ২০২৪ তারিখের পর আমাদের সবার ট্রেড লাইসেন্স এর মেয়াদ শেষ হয়েছে। তাই জরিমানা এড়াতে আপনার ট্রেড লাইসেন্স নবায়ন করুন।

ট্রেড লাইসেন্স কেন নবায়ন করতে হয়?
ট্রেড লাইসেন্স নবায়ন এমন একটি নিয়মিত প্রক্রিয়া যেটি প্রতিটি বৈধ ব্যবসার জন্য এক বছর পর পর করা আবশ্যক।
কেননা ট্রেড লাইসেন্স নবায়নের মাধ্যমে প্রতিটি ব্যবসার লাইসেন্স এর কার্যকারিতা এবং ব্যবসার বৈধতা বজায় থাকে। আপনি যদি আপনার ট্রেড লাইসেন্স নবায়ন (Renew) না করেন, তাহলে আপনার ট্রেড লাইসেন্স এর বিপরীতে প্রতি মাসে আপনার ট্রেড লাইসেন্স ফি এর ১০% হারে জরিমানা যুক্ত হতে থাকবে অর্থাৎ পরবর্তীতে বছর শেষে ট্রেড লাইসেন্স হালনাগাদ করতে গেলে ১২০% জরিমানা দিতে হবে।

এছাড়া ট্রেড লাইসেন্স হালনাগাদ না করার জন্য ট্রেড লাইসেন্স অথরীটি চাইলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে। সেক্ষেত্রে আপনাকে জরিমানা প্রদান করে ট্রেড লাইসেন্স হালনাগাদ করতে হবে।

ট্রেড লাইসেন্স নবায়ন করতে কত টাকা লাগবে?
লাইসেন্স নবায়ন ফি নতুন লাইসেন্সের সমপরিমাণ, সাথে ৩০০০ টাকার উৎস কর প্রদান করতে হবে। এই উৎসে কর আপনার আয়কর ফাইলে অগ্রিম কর হিসাবে সমন্বয় করতে পারবেন। অর্থাৎ প্রথমবার ট্রেড লাইসেন্স টি করতে আপনার যত টাকা খরচ হয়েছে নবায়ন করতে সেই টাকার সাথে আরও ৩০০০ টাকা যোগ করে হিসেব করবেন। নতুন ট্রেড লাইসেন্স করার সময় যে সরকারি ফিগুলো প্রদান করা হয় তা হয় যেমন ট্রেড লাইসেন্স ফি, সাইন বোর্ড ফি এবং এই দুটো মিলে যত টাকা হয় তার উপর ১৫ শতাংশ ভ্যাট সাথে যোগ হয় উৎস কর, যেটি সিটি করপারেশনের ক্ষেত্রে ৩,০০০ টাকা।

কত তারিখের ভিতর ট্রেড লাইসেন্স নবায়ন করতে হয়?

একটি ট্রেড লাইসেন্সের মেয়াদ ১লা জুলাই থেকে পরবর্তী বছর ৩০শে জুন পর্যন্ত থাকে। তারপরেই ট্রেড লাইসেন্স নবায়ন করতে হয়। এর মেয়াদকাল শেষ হওয়ার তিন মাসের মধ্যে কোন জরিমানা ছাড়া নবায়ন করা যাবে। সেই হিসাবে ৩০শে জুন ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পরে ৩০শে সেপ্টেম্বরের ভিতর ট্রেড লাইসেন্স নবায়ন করতে হবে।

কিভাবে ট্রেড লাইসেন্স নবায়ন করতে হয়?

ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য যে অফিস থেকে ট্রেড লাইসেন্স করিয়েছেন সেই অফিসে আগের ট্রেড লাইসেন্সটি সহ যেতে হবে, সকল ফী প্রদান পূর্বক অফিসার আপনাকে একটি নতুন ট্রেড লাইসেন্স প্রদান করবেন। এ ব্যপারে আপনি চাইলে FinTax Academy এর সহায়তা নিতে পারেন। আমাদের মাধ্যমে আপনার ট্রেড লাইসেন্সটি নবায়ন করে নিতে আজই যোগাযোগ করুন, কল করুনঃ 01916552766(WhatsApp)  N:B: Only City Corporation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *