আয়কর রিটার্নে হাতে নগদ কত টাকা দেখানো উচিত?

আয়কর আইন, ২০২৩ অনুযায়ী, আয়কর রিটার্নে সম্পদ, দায় ও ব্যয়ের বিবরণীতে ৩০ জুনের ব্যালান্স বা স্থিতি দেখাতে হয়। সেক্ষেত্রে ৩০ জুন একজন করদাতার হাতে যে নগদ টাকা আছে, সেটাই রিটার্নে উল্লেখ করতে হবে। নগদ দেখানোর পরিমাণ নির্ভর করে ব্যক্তির আয় ও জীবনযাত্রার ওপর। সাধারণত পকেটে বা সংসারের খরচের জন্য বাসায় কিছু নগদ রাখা হয়। বছর শেষে যে নগদ টাকা থাকে, সেটাই আয়কর রিটার্নে দেখানোর নিয়ম।

এখন আমরা সাধারণত কেনাকাটায় ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করি। এছাড়া বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবা (এমএফএস) থাকায় হাতে নগদ রাখার প্রয়োজন কমে গেছে। প্রয়োজন হলে কার্ডের মাধ্যমে বুথ থেকে নগদ তোলা যায়। তবে কিছু করদাতার ক্ষেত্রে—যেমন ব্যবসায়ীদের—হাতে নগদ টাকার পরিমাণ বেশি থাকতে পারে। এই ধরনের ব্যতিক্রম ছাড়া সাধারণ করদাতাদের হাতে নগদ খুব বেশি থাকে না। অনেকে লাখ লাখ টাকা কিংবা অনেকে কোটি টাকাও দেখান। তাঁদের জন্য দুঃসংবাদ হলো তাঁদের কোনো না কোনো সময় অডিট বা নিরীক্ষার সম্মুখীন হতে হবে। তখন এই টাকার উৎস কোথায় দেখাবেন? কর নথিতে একবার অস্বাভাবিক কিছু বা যা সঠিক নয় দেখাবেন, তারপর থেকে কিন্তু প্রতিবছর আপনাকে এই জের টানতে হবে এবং এই জের আপনি সহজে বন্ধ করতে পারবেন না। আপনাকে বহু বছর এই ঝামেলা বয়ে বেড়াতে হবে।

আইনের ফাঁকফোকরের কারণে অনেকে রিটার্নে বেশি নগদ দেখান, যাতে ভবিষ্যতে বৈধ আয়ের প্রমাণ দিতে সমস্যা না হয়। উদাহরণস্বরূপ, সম্প্রতি বন্ধুবান্ধব, সহকর্মী বা আত্মীয়স্বজনরা সমবায়ের মতো টাকা জমা রাখেন। এর কোনো দলিল থাকে না এবং অনেকটাই বিশ্বাসের ওপর ভিত্তি করে কাউকে দায়িত্ব দিয়ে রাখা হয়। তবে রিটার্নে এই ধরনের সঞ্চয়ের হিসাব দেখানো যায় না। পরবর্তীতে যদি তারা জমি কেনেন এবং তা রিটার্নে সম্পদ হিসেবে দেখান, তখন আয়ের উৎস দেখাতে হয়। এই ক্ষেত্রে, হাতে থাকা নগদ টাকা থাকলে সেটি সহজেই জমিতে বিনিয়োগের হিসেবে দেখানো যায়।

ব্যাংক হিসাবের টাকা আয়কর রিটার্নে দেখানোর জন্য একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। ৩০ জুনের অবস্থান অনুযায়ী ব্যাংক বিবরণীতে যেটা স্থিতি আছে, সেটিই রিটার্নে দেখাতে হবে। যদি আপনার একাধিক ব্যাংক হিসাব থাকে, তাহলে প্রতিটি হিসাবের ৩০ জুনের স্থিতি আলাদাভাবে দেখাতে হবে। অনেকেই আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধবের টাকা নিজের ব্যাংকে জমা বা উত্তোলন করেন, যা ভবিষ্যতে জটিলতা সৃষ্টি করতে পারে। তাই ব্যাংক লেনদেনে শুধুমাত্র নিজের অর্জিত টাকাই ব্যবহার করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *