আপনি জানেন কি? ঘরে বসেই সঞ্চয়পত্রের ট্যাক্স সার্টিফিকেট বা উৎসে কর কর্তনের প্রত্যয়ণপত্র সংগ্রহ করা যায়?

নিজের মোবাইল দিয়ে ঘরে বসে সঞ্চয়পত্রের ট্যাক্স সার্টিফিকেট বা উৎসে কর কর্তনের প্রত্যয়ণপত্র সংগ্রহ করুন খুব সহজে, বিনা খরচে।

যা যা প্রয়োজন:

১/ একটি স্মার্ট মোবাইল ফোন
২/ইন্টারনেট কানেকশন
৩/ইমেইল এড্রেস
৪/ একটি সঞ্চয়পত্র ক্রয়ের সার্টিফিকেট

ব্যাংক, পোস্ট অফিস বা সঞ্চয় ব্যুরো যেখান থেকেই সঞ্চয়পত্র কেনেন না কেন, ঘরে বসে ইমেইলের মাধ্যমে খুব সহজেই সঞ্চয়পত্রের ট্যাক্স সার্টিফিকেট বা উৎসে কর কর্তনের প্রত্যয়ণ পত্র নিতে পারবেন সোনালী ব্যাংকের “Sonali e Sheba” Apps এর মাধ্যমে। কোন ইউজার আইডি বা পাসওয়ার্ড প্রয়োজন হবেনা। শুধুমাত্র ইমেইল নম্বর দিলেই মেইলে সার্টিফিকেট চলে আসবে।

অনেকে মনে করেন এই এ্যাপস দিয়ে শুধু সোনালী ব্যাংক হতে ক্রয়কৃত সঞ্চয়পত্রের ট্যাক্স সনদ পাওয়া যায়, বিষয়টা কিন্তু তেমন নয়। বর্তমানে অনলাইন সিস্টেমে বাংলাদেশের যে প্রান্তেই সঞ্চয়পত্র কেনেন তা জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সার্ভার ও nid তে সংযুক্ত থাকে ফলে সোনালী ব্যাংক হতে নিলেও একই সার্টিফিকেট আসবে, কেনা যেখানই হোক না কেন।

সার্টিফিকেট পাবার ধাপ সমূহঃ

১. এ্যাপটি ওপেন করুন।
২. সঞ্চয়পত্রের উপর QR code scan করুন।( সকল তথ্য অটোমেটিক চলে আসবে)
৩. Fiscal year ও ইমেইল লিখুন
৪. ব্রাঞ্চ সিলেক্ট করুন ( ***শুধু সোনালী ব্যাংকের ব্রাঞ্চ দেখাবে, যেখান থেকেই কিনুন “বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম শাখা” সিলেক্ট করে দিবেন( কেন এটা করবেন বিষয়টা ব্যাখ্যা মুলক)
৫. ২(দুই)কর্মদিবসের ভিতর আপনার মেইলে সার্টিফিকেট চলে আসবে।
৬. একাধিক সঞ্চয়পত্র কেনা থাকলে যেকোন একটি স্ক্যান করলেই হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *