আগামী ২০২৪-২৫ অর্থবছরে প্রথমবারের মতো পরপর দুই অর্থবছরের জন্য একই করহার থাকছে। আগামী ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ করবর্ষের জন্য ব্যক্তি ও কোম্পানির একই হারে কর প্রস্তাব করা হচ্ছে। কর ব্যবস্থার প্রতি করদাতাদের আস্থা সৃষ্টি এবং বিনিয়োগ উৎসাহিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার মনে করছে, পরপর দুই বছর একই করহার থাকলে করদাতাদের যথাযথ পরিকল্পনা গ্রহণে সুবিধা হবে।
এদিকে নতুন বাজেটে ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা অপরিবর্তিত থাকছে। তবে সর্বোচ্চ করহার ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হচ্ছে।
অন্যদিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি, যাদের ১০ শতাংশের বেশি শেয়ার আইপিওর মাধ্যমে ছাড়া হয়েছে, তাদের করহার ২০ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে ২২ শতাংশ করার প্রস্তাব দেওয়া হচ্ছে। তবে নগদ লেনদেন কমানোর শর্ত পরিপালন করলে করহার ২০ শতাংশ হবে। শেয়ারবাজারের বাইরে থাকা কোম্পানির করহার রয়েছে সাড়ে ২৭ শতাংশ। শর্ত পরিপালন করতে পারলে তাদের করহার হবে ২৫ শতাংশ।এদিকে আগামী ২০২৪-২৫ অর্থবছরে সমবায় সমিতির করহার ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হচ্ছে।