ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের সরকারি কর্মচারীদের আয়কর রিটার্ন অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড ২২ অক্টোবর জারীকৃত এক আদেশে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অবস্থিত আয়কর সার্কেলসমূহের অধিক্ষেত্রভুক্ত সরকারি কর্মচারীগণের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ আদেশে সকল তফশিলি ব্যাংক, সকল মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং কিছু বহুজাতিক কোম্পানি যেমন ইউনিলিভার বাংলাদেশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ম্যারিকো বাংলাদেশ, বার্জার পেইন্টস, বাটা স্যু, নেসলে বাংলাদেশের কর্মকর্তা ও কর্মচারীগণের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
২০২৪-২০২৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল ও কর পরিশোধ পদ্ধতি সহজ করতে এনবিআর গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম উন্মুক্ত করেছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। জাতীয় রাজস্ব বোর্ডের www.etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে নিজের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করতে পারবেন।